1. live@banglatvbd.com : www.banglatvbd.com www.banglatvbd.com : www.banglatvbd.com www.banglatvbd.com
  2. info@www.banglatvbd.com : BANGLA TV BD :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

পাঁচলাইশ মডেল থানার এসআই আবছারের খুঁটির জোর কোথায়?

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পুলিশকে বলা হয় জনগণের বন্ধু। জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়ার সাংবিধানিক দায়িত্ব পালন করেন বলেই জনগণের বন্ধু হিসেবেই তারা প্রতিভাত। কিন্তু সেই রক্ষকই যখন ভক্ষক হয়ে উঠেন তখন শুধু নিয়মের ব্যত্যয়ই ঘটে না একটি আইনানুগ সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তির জন্যও তা বিরাট সংকট হয়ে দেখা দেয়। অনেকগুলো শব্দের (P – Polite, O – Obedient, L – Loyel, I – Inteligent, C – Courageous, E – Efficient)  সমাহার হচ্ছে পুলিশ। যার সবগুলোই গুণবাচক। এই গুণবাচক শব্দের ধারক ও বাহক পুলিশ রাষ্ট্রীয় কোষাগারের বেতন খেয়ে, সরকারি পোশাক গায়ে দিয়ে যখন সেই দেশের মালিক জনসাধারণের নিরাপত্তার বদলে হুমকি হয়ে দাঁড়ায় তখন  তা গভীর উদ্বেগের জন্ম দেয়। চট্টগ্রাম সিএমপি পাঁচলাইশ মডেল থানার পুলিশের এসআই এসআই আবছার কে কী আমরা পুলিশ বলবো? তাহলে তার মধ্যে পুলিশের গুণগুলো থাকা দরকার। এক্ষেত্রে বলতে হবে ‘সকলেই পুলিশ নয়, কেউ কেউ পুলিশ।’ গণমাধ্যমের কাছে এসআই আবছারের কীর্তির কথা ইতিমধ্যেই চাউর হয়েছে। ঘটনা তেমন কিছু না। কিন্তু পুলিশে ছুঁলে ১৮ ঘা বলে একটা কথা আছে। সে জন্যই একজন গণমাধ্যম কর্মী কে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান উল্লাহ কে হেনেস্তা ও দুর্ব্যবহার ও হুমক শিকার হতে হয়েছে তার হাতে। সোমবার ২২/৯/২০২৫ দিবাগত রাত সাড়ে ১২ টার পর  আমি থানায় গেলে পাঁচলাইশ মডেল থানার পুলিশের এসআই আবছার  সাংবাদিক মিজান উল্লাহ কে থানায় প্রবেশ না করার জন্য বাধা দেয়। এবং অশালীন গালী গালাজ দুর্ব্যবহার ও হুমকি প্রধান করে। এক পর্যায়ে ওসির নির্দেশে থানা থেকে বাহির হয়ে যেতে বলে, এই এসআই আবছার গত বছর খুলশি থানায় দায়িত্বরত অবস্থায়  দুই নাম্বার গেইট দৈনিক পূর্বকোন অফিসের বিপরীত পার্শে অবৈধ মেসেজ পার্লারের মালিক মামুনের কাছ থেকে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে চাঁদা আদায় করত খুলশি থানার নাম ব্যবহার করে, এই বিষয়ে সাংবাদিক মিজান এসআই আবছারের জানতে চাইলে তখন সে সাংবাদিক মিজান কে  একটি মিথ্যা মামলায় আটক করে। সাংবাদিক মিজান মামলা থেকে মুক্তি হয়ে পরে উপরোক্ত মিথ্যা মামলা প্রমাণ করার জন্য সাংবাদিক মিজান বাদি হয়ে পুলিশ কমিশনারের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এই জন্য আসআই আবছার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মিজান কে   দুর্ব্যবহার ও হুমকি প্রাধান করে, এক পর্যায়ে থানা থেকে বাহির হয়ে যেতে বলে। পাঁচলাইশ মডেল থানার এস আই আবসারের খুটির জোর কোথায়? তার বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দ্বায়ের করার কারণে সাংবাদিকের সাথে থানার ভিতরে  দুর্ব্যবহার ও হুমকি প্রধান করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট