1. live@banglatvbd.com : www.banglatvbd.com www.banglatvbd.com : www.banglatvbd.com www.banglatvbd.com
  2. info@www.banglatvbd.com : BANGLA TV BD :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সারাদেশে চলা প্রতিবাদের অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়। ৮ আগস্ট শুক্রবার দুপুর ৩টা থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে সাংবাদিকরা জড়ো হতে শুরু করেন। প্রথমে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশন তাদের ব্যানার স্থাপন করে। মানববন্ধনে নেতৃত্ব দেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান সমরকন্দি, জাতীয় সাংবাদিক সংস্থার কে.এম রুবেল এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল। এ সময় বিভিন্ন সংগঠনের অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মিজান সমরকন্দির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক কামাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি কে.এম রুবেল, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল, ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল রহমান সাইফু, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আফসার তৌহিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা রেবেকা সুলতানা রেখা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, এবং মুরাদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু সহ সহ উপস্থিত ছিলেন, প্রতিদিন কাগজের চট্টগ্রাম ব্যুরো মনির হোসেন, উপ সম্পাদক জুয়েল উদ্দিন, ৭১ সংবাদের সুমন সেন, সিটিজি ২৪ টিভির সম্পাদক কে.এম ফোরকান,স্বাধীন সংবাদ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি রাজীব আহম্মেদ, একুশের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন,দৈনিক কালের ছবি পত্রিকার চট্রগাম জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেন, মমিনুল ইসলাম ও রাজু শেখ,সময় সংবাদ পত্রিকার চট্রগাম প্রতিনিধি শেখ আহম্মেদ, দৈনিক অগ্নিশিখা পত্রিকার ক্রাইম রিপোর্টার রাজীব দাস,আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি কাওছার হোসেন, প্রতিদিনের কাগজের মাল্টিমিডিয়ান ইনচার্জ নূরনবী, স্টাফ রিপোর্টার আসিফুজ্জামান, ফটো জার্নালিস্ট হৃদয় সর্দার,জাতীয় সাংবাদিক সংস্থার নার্গিস পারভিন রিক্তা, নাগাসা আজমিন,মায়নুয়েল গোমেজ সহ প্রমুখ।এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সরকারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য আল্টিমেটাম দেন এবং হুঁশিয়ারি দেন যে এই হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত না হয়। বক্তারা আরও বলেন, যদি সরকার এই হত্যাকাণ্ড দ্রুত নিষ্পত্তিতে ব্যর্থ হয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট